সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির দায়িত্ব ও কর্তব্য
আর্টিকেল ২১(২)
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় সমগ্র পৃথিবী একটি Global village-এ পরিণত হয়েছে। তথ্য ওযোগাযোগ প্রযুক্তির উৎকর্ষের বদৌলতে পৃথিবীর সকল প্রান্তের মানুষ আজ পরস্পরের অনেক কাছাকাছি এসে গেছে । স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসনব্যবসহা গড়ে তোলা এবং সমাজের সকল স্তরে সুশাসন প্রতিষ্ঠার জন্য সেবাসরবরাহকারী ও সেবা গ্রহনকারীর মাঝে নিবিড় যোগাযোগ থাকা প্রয়োজন। আর এজন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগ, প্রসার ও উৎকর্ষসাধন অত্যাবশ্যক। এপ্রেক্ষাপটে বর্তমান সরকার ২০২১ সালে এ দেশকে তথ্য ও প্রযুক্তি নির্ভরএকটি আধুনিক প্রগতিশীল রাস্ট্রে উন্নীতকরণের লক্ষে বিভিন্ন কর্মসূচী হাতেনিয়েছে । তারই অংশ হিসেবে দেশের ৬৪ জেলাকে ''তথ্য ভান্ডার'' হিসেবে গড়েতোলার জন্য ৬৪টি জেলা ওয়েব পোর্টাল তৈরী করা হয়েছে । জেলা ওয়েব পোর্টালের মূল উদ্দেশ্য হচ্ছে দ্রুততম সময়ে জনগণকে তথ্য ও সেবা সরবরাহ করা । নওগাঁজেলা ওয়েব পোর্টালের মাধ্যমে জনগণ তাদের চাহিদা মাফিক তথ্য কম্পিউটারে ক্লিক করে মুহূর্তের মধ্যে পেয়ে যাবেন । এ ওয়েব সাইটটিতে নওগাঁ জেলাপ্রশাসনের বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্য ছাড়াও জেলার সকল সরকারি অফিস, উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রয়োজনীয় সকল তথ্য সন্নিবেশিত হয়েছে । তথ্যপ্রত্যাশী, পর্যটক, জ্ঞানপিপাসু ও গবেষকগণ জেলার গুরুত্বপূর্ণ ঐতিহাসিকস্থান ও স্থাপনা সম্পর্কে বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পাবেন। জেলা পোর্টাল জেলাপ্রশাসনের সাথে সর্বস্তরের জনগণের দূরত্ব কমাবে এবং সুশাসন ও জবাবদিহিতানিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। কিছু সীমাবদ্ধতানিয়ে ওয়েব সাইটটি যাত্রা শুরু করলেও এটিকে উন্নততর করার প্রচেষ্টা অব্যাহতরয়েছে । এবিষয়ে যে কোন পরামর্শ, উপদেশ ও মতামত ধন্যবাদের সাথে সাদরে গ্রহণকরা হবে ।
জেলাপ্রশাসনের কর্মকর্তাসহ সংশিষ্ট যারা জেলা পোর্টাল তৈরীতে আন্তরিকভাবেশ্রম দিয়েছেন তাদেরকে এবং বিভিন্ন সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন ( এটুআই) এর পুরো দল যেভাবে সহযোগিতা ও পরামর্শ প্রদান করেছেনসেজন্য সংশিষ্টদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।আমাদের সমস্ত কর্মপ্রচেষ্টা জনকল্যাণে নিবেদিত হোক ।
মোঃ গোলাম মওলা
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নওগাঁ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS