Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে জেলা পরিষদ, নওগাঁ

নওগাঁ জেলা পরিষদ সম্পর্কিত তথ্য:  নওগাঁ মহকুমা জেলায় উন্নীত হয় ১৯৮৪ সনে।১৮৮৫ সনের The Begel Local self Government Act IIIঅনুসারে এদেশে জেলা পরিষদের জন্ম। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলা পরিষদ থেকে বিভক্ত হয়ে ১০ অক্টোবর ১৯৮৮ তারিখে নওগাঁ জেলা পরিষদ তার যাত্রা শুরু করে। কোন নির্বাচনী প্রথা না থাকায় তখন জেলা পরিষদের সকল সদস্যগণ সরকার র্কতৃক মনোনিত হন। নওগাঁ জেলা পরিষদ জেলার সকল উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা সহ রাস্তা/ ব্রীজ/ কালভার্ট নির্মান, বৃক্ষ রোপন, খেয়াঘাট, ডাকবাংলো/ যাত্রীছাউনী, উদ্যান ব্যবস্থাপনা ও রক্ষনাবেক্ষন এবং উপজেলা, পৌরসভা ও অন্যান্য সকল প্রতিষ্ঠানেক সহায়তা, সহযোগিতাসহ সরকার কর্তৃক জেলা পরিষদের উপর অর্পিত এবং আরোপিত অন্যান্য সকল কাজ নওগাঁ জেলা পরিষদ সুষ্ঠুভাবে সম্পন্ন করে আসছে।

 

এক নজরে নওগাঁ জেলা পরিষদ:

১। অডিটোরিয়াম: নওগাঁ জেলা পরিষদের নিয়ন্ত্রনাধীন রানীনগর উপজেলায় ১টি, বদলগাছী উপজেলায় ১টি, মহাদেবপুর উপজেলা ১টিসহ মোট ৩টি অডিটোরিয়াম

                        আছে।

 

  

জেলা পরিষদ অডিটোরিয়াম-কাম-কমিউনিটি সেন্টার, বদলগাছী।

 

২। ডাকবাংলো:    বিভিন্ন উপজেলায় নওগাঁ জেলা পরিষদের ১৩টি ডাকবাংলো আছে।

              

            জেলা পরিষদ ডাকবাংলো, নওগাঁ সদর।                                             জেলা পরিষদ ডাকবাংলো, পতিসর।

                                                                                                      

                                             

                                              

 

             

             জেলা পরিষদ ডাকবাংলো, বদলগাছী।                                              জেলা পরিষদ ডাকবাংলো, মহাদেবপুর।

 

 

৩। নওগাঁ পার্ক:    নওগাঁ শহরের জনগনের বিনোদনের জন্য নওগাঁ জেলা পরিষদ কর্তৃক পার্কটি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে।

  

জেলা পরিষদ পার্ক, নওগাঁ

 

৪। স্মৃতিস্তম্ভ:       নওগাঁ জেলা পরিষদের নিয়ন্ত্রনাধীনে ২ (দুই)টি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মান করা হয়েছে এবং ২টি মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মানাধীন অবস্থায় আছে।

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ “বিজয়”

 

৫। মূক ও বধির বিদ্যালয়: পার-নওগাঁয় নওগাঁ জেলা পরিষদের একটি আদর্শ মূকও বধির বিদ্যালয় আছে। বিদ্যালয়টি অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা সুচারুরুপে পরিচালিত  হচ্ছে।

৬। জেলা পরিষদের মোট জমির পরিমান: ১১৮২.২৮৭১ একর।

৭। রাস্তা:          নওগাঁ জেলা পরিষদের মালিকানাধীন ১৭৭৪.০০ কিমিঃ রাস্তা আছে। প্রায়   

                    প্রতিটি রাস্তার উভয় পাশে বন বিভাগ, বরেন্দ্র কর্তৃপক্ষ, বিভিন্ন সংস্থার সাথে     

                    যৌথভাবে নানা প্রকার বৃক্ষ রোপন করে পরিবেসের ভারসাম্য রক্ষায় জেলা

                    পরিষদ গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছে।

                     ক) পাকা রাস্তা: ৪০২.৮০ কিমিঃ

                     খ) কাঁচা রাস্তা: ৯৬৬.৪০ কিমিঃ

                     গ) আধা পাকা রাস্তা: ৪০৪.৮০ কিমিঃ

৮। খেয়াঘাট:       নওগাঁ জেলা পরিষদের মালিকানাধীন ১৩টি খেয়াঘাট আছে।

৯। পুকুর:           নওগাঁ জেলা পরিষদের ৩টি পুকুর আছে।

 

 

 

 

নওগাঁজেলাপরিষদেরমালিকানাধীনখেয়াঘাট ১৪২১ সনে  ইজারাসংক্রান্ত প্রতিবেদন

 

ক্রঃনং

খেয়াঘাটেরনামওঠিকানা

বাংলা১৪২০সনের  ইজারামূল্য

বাংলা১৪২১সনের জন্যগৃহীতইজারামূল্য

মন্তব্য

০১

তিলকপুরখেয়াঘাট, নওগাঁসদর

=১,৮৫,০০০/-

=২,৩১,০০০/-

১৪২০ সনের চেয়ে দর বেশী পাওয়ায় গ্রহন করা হয়েছে

০২

ধুলাউরী-ইসবপুরখেয়ঘাট, ধামইরহাট

=৫৬,৭০০/-

=৯১,৭৯৯/-

০৩

সাহেবগঞ্জখেয়াঘাট, আত্রাই

=১০,০৫০/-

=১৬,০০০/-

০৪

শিবগঞ্জ খেয়াঘাট, মহাদেবপুর

=২,৩৪,০০০/-

=২,৩৪,৫০১/-

০৫

সোমবাড়ীকোয়ারপুরখেয়াঘাট, বদলগাছী

=৬০,০০০/-

=১,৭৬,০০০/-

০৬

নূরপুর-গোলাঘাট, নওগাঁসদর

=২১,০০০/-

=২১,৫০০/-

০৭

কাদীবাড়ীখেয়াঘাট, বদলগাছী

=৬,৮০০/-

=৭,০০০/-

০৮

নদীকূলখেয়াঘাট, নওগাঁসদর

=৪৬,০০০/-

=১,০৯,০০২/-

০৯

ত্রিমোহনীপেটাওবেলতলীখেয়াঘাট, রানীনগর

=১,৬৫০/-

=১,৬৭০/-

১০

চাকলাখেয়াঘাট, নওগাঁসদর

=২,৫০০/-

=৮,৫০০/-

১১

পাঠাকাটা-আয়াপুরখেয়ঘাট, মান্দা/ মহাদেবপুর

=৩,০০,০০০/-

=২,৫০,০০০/-

১ম বার ২,৫০,০০০/- টাকা দর পাওয়া যায়।৫ম বার পর্যন্ত আর কোন দর দাখিল না পাওয়ায় ১ম বারের দর গ্রহন করা হয়।

১২

ত্রিমোহনী-গয়েশপুর খেয়াঘাট, বদলগাছী

=২,৪০,০০০/-

=৪৩,০০০/-

৩য় বার সর্বোচ্চ ৪৩,০০০/- টাকা দর পাওয়া যায়।৫ম বার পর্যন্ত আর কোন দর দাখিল না পাওয়ায় এবং ঘাটে ব্রিজ নির্মান হওয়ায় ৩য় বারের দর গ্রহন করা হয়।

১৩

শ্যামপুর খেয়াঘাট, নওগাঁ সদর

=৫০০/-

=৫০০/-

 

নওগাঁ জেলা পরিষদের ফেরি/ খেয়াঘাট ইজারার বিবরনঃ

 

ক্রঃ নং

মোট খেয়াঘাটের সংখ্যা

ইজারাকৃত

খেয়াঘাটের সংখ্যা

১৪২২ বাংলা সনে সর্বমোট ইজারামূল্য(টাকা)

ইজারা

বহির্ভূত

খেয়াঘাটের সংখ্যা

মন্তব্য

০১

১৪টি

১৩টি

=১০,৩৪,০৩৫/-

০১টি

গত ১৪২১ সনে ব্রীজ নির্মান হওয়ায় ১টি ঘাট বন্ধ হয়েছে। ব্রীজ নির্মান শেষ পর্যায়ে হওয়ার কারনে চলতি ১৪২২ সনে ৩টি খেয়াঘাট কম মূল্যে ইজারা দিতে হয়েছে। খেয়াঘাট ৩টি বিলুপ্ত ঘোষনার প্রক্রিয়া চলছে।

 

 

 

নওগাঁ জেলা পরিষদের পুকুর ইজারার বিবরনঃ

 

ক্রঃ নং

পুকুরের সংখ্যা

জমির পরিমান

(একর)

লিজকৃত পুকুরের সংখ্যা

ইজারার মেয়াদ

মোট ইজারা মূল্য

০১

৩টি

২.৪৫৫৬

৩টি

পার-নওগাঁ পুকুর বাংলা ১৪২০ হতে ১৪২২ পর্যন্ত

সাপাহার নিশ্চিন্তপুর পুকুর ১৪২০ হতে ১৪২২ পর্যন্ত

মান্দা পরানপুর পুকুর   ১৪২২ হতে ১৪২৪ পর্যন্ত 

                           

= ১,২০,১০০/-টাকা।

                                                                                                           

 

 

নওগাঁ জেলা পরিষদের উপজেলা ভিত্তিক জমির বিবরণী

 

ক্রমিক নং

উপজেলার নাম

রাসত্মা (একর)

নয়নজুলি (একর)

কৃষি (একর)

পুকুর (একর)

অকৃষি/ডিবি (একর)

লিজকৃত  আবাদী জমি (একর) ২০১৩

 লিজকৃত দোকানের জমি(একর) ২০১৩

সর্বমোট(একর)

নওগাঁ

৫৬.০৩৯৩

২.১৭৩০

-

১.৭৮৫৫

৭.৫২২২

০.৬৪

০.০১

৬৮.১৭০০

আত্রই

২৮.৫২

১৪.৬৪

-

-

০.৪৮

০.৯৫

-

৪৪.৫৯

রাণীনগর

৮৮.৪২

৪.২০

-

-

০.৯৫

-

-

৯৩.৫৭

বদলগাছী

৭৪.৩২

৩.৯৭

-

-

১৪.৮৬

-

০.০২

৯৩.১৭

পত্নীতলা

১৮০.৯১

১২৩.১২

-

-

৩০.৫৬

-

-

৩৩৪.৫৯

মহাদেবপুর

১৪০.১৩

৫৬.৯৮

-

-

১১.৬৪

৪.১৭

-

২১২.৯২

মান্দা

৭৯.৯৮

৪.২৪

-

১.৩১

২.৮১

০.১২

১.৮৭

৯০.৩৩

নিয়ামতপুর

৬৪.৯৭

১.৩৬

-

-

২.২০

০.১৯

-

৬৮.৭২

পোরশা

৩১.৫০

২৪.৯২

-

-

৩.২৯

-

০.২০

৫৯.৯১

১০

ধামইরহাট

১৬.১৫

১১.৭৭

-

-

১.০০

-

০.৫০

২৯.৪২

১১

সাপাহার

৫৩.১৩

৩২.২৩

০.১০

০.৭১

২.২৯

৩.৩৫

০.১২

৯১.৯৩

 

সর্বমোট

৮১৪.০৬৯৩

২৭৯.৬০৩০

০.১০

৩.৮০৫৫

৭৭.৬০২২

৯.৪২

২.৭২

১১৮৭.৩২০০