Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আবেদনের নিয়মাবলী

লাইসেন্স প্রাপ্তিতে করণীয়ঃ  

 

১। জেলা তথ্য বাতায়ন (www.naogaon.gov.bd)-এসংরক্ষিত জেলা প্রশাসক বরাবরে নির্দিষ্ট একটি ফর্মে

     আবেদন করতে হবে।

২। উপর্যুক্ত দলিলাদি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতে হবে।

৩। বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে নির্দিষ্ট কোডে ( কোড নং- ১-১৭৩৫-০০০০-১৮১৬) নিন্মোক্ত হারে চালানের

     মাধ্যমে টাকা জমা দিতে হবে।

 

লাইসেন্স

নতুন

নবায়ন

ডুপ্লিকেট

লৌহ-ইস্পাত

৩০০০

১৫০০

৬০০

সিমেন্ট

১৫০০

৭৫০

৩০০

কাপড় (পাইকারী)

৩০০০

১৫০০

৬০০

কাপড় (খুচড়া)

১০০০

৫০০

২০০

সুতা (পাইকারী)

১২০০

৬০০

২৪০

সুতা (খুচড়া)

৫০০

২৫০

১০০

মিল্ক ফুড

৩০০

১৫০

৬০

সিগারেট (পাইকারী ও পরিবেশক)

৩০০০

১৫০০

৬০০

জুয়েলারী (স্বর্ণ)

৩০০০

১৫০০

৩০০০

স্বর্ণ ( কারিগরী)

৫০০

২৫০

৫০০

 

৪। বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে নির্দিষ্ট কোডে ( কোড নং- ১-১১৩৩-০০২০-০৩১১) চালানের মাধ্যমে উক্ত টাকার উপর ১৫%

    ভ্যাট জমা দিতে হবে

লাইসেন্স প্রাপ্তীতে প্রয়োজনীয় দলিলাদিঃ

 

1.  জাতীয় পরিচয় পত্র;

a. ব্যক্তি মালিকানার ক্ষেত্রে মালিক নিজের।

b. ফার্ম, জয়েন্ট স্টক, কোম্পানী বা সমবায় সমিতির ক্ষত্রেে সকল অংশীদার বা পরিচালক বা পরিচালনা বোর্ডের সদস্যগণের জন্মস্থান ও জাতীয়তাসহ তাদের প্রত্যেকের নাম ও ঠিকানা ।

2.  ব্যবসাটি ভাড়ায় পরিচালিত হলে ঘর ভাড়ার রশিদ/ নিজ জায়গায় হলেবাণিজ্যিক হারে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোদের রশিদ।

3.  ব্যাংক থেকে আর্থিক স্বচ্ছলতার সনদ (যদি থাকে)।

4.  আয়কর  প্রদানের সনদ (যদি থাকে)।