Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নওগাঁ স্টেশন ক্লাব

প্রাথমিক অবস্থায় কোম্পানীর অধিকৃত বাংলায় স্থায়ী জেলা ভাগ ও স্থায়ী শাসনাধিকরণ স্থাপিত না হওয়ায় প্রশাসনিক কাজে নিযুক্ত সিভিলয়ান ও ব্যবসা-বাণিজ্যরত শ্বেতাঙ্গরা দেশের যে যে স্থানে কেন্দ্রীভূত হয়ে অবস্থানপূর্বক স্ব-স্ব দায়িত্ব পালন করতেন, সে স্থানকে বলা হতো ‘স্টেশন’। তখন যোগাযোগ ব্যবস্থা দুরূহ ছিল। তদুপরি ছিল কর্মস্থলে বাসোপযোগী ঘরবাড়ীর প্রকট অপ্রতুলতা। সেই অবস্থায় ইংরেজদের পক্ষে পরিবার-পরিজন নিয়ে কর্মস্থলে বসবাসের কোন উপায় ছিল না। ফলে কলকাতায় স্ত্রী-পরিজনকে রেখে অধিকাংশ শ্বেতাঙ্গ তখন বাধ্য হয়ে কর্মস্থলে বাস করতেন। ব্রিটিশদের জন্য এটি ভীষণ দুর্বিসহ এক জীবন ছিল। কিন্তু অন্য কোন উপায় না থাকায় তারা নিঃসঙ্গতা ও সামাজিক বিচ্ছিন্নতার কষ্ট দূর করার জন্য স্ব-স্ব কর্মস্থলে বা স্টেশনে  খেলাধুলা, নাচগান, পানভোজন ইত্যাদি প্রক্রিয়ায় চিত্তবিনোদনের জন্য যে সংস্থা গঠন করেন, তাকে বলা হতো ‘স্টেশন ক্লাব’।

 

নওগাঁ স্টেশন ক্লাব একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এটি ছোট যমুনা নদীর পাড়ে পুরাতন কালেক্টরেট ভবনের মনোরম পরিবেশে অবস্থিত।

নওগাঁ জেলার মাননীয় জেলা প্রশাসক পদাধিকার বলে এই ক্লাবের সভাপতি।

বর্তমান সভাপতির নামঃ জনাব মোঃ এনামুল হক, জেলা প্রশাসক, নওগাঁ।

 

এ প্রতিষ্ঠানটিজেলা প্রশাসনের নেতৃত্বে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডেবিগত দিনে ভূমিকা রেখেছে।

 

বর্তমানে প্রতিষ্ঠানটিতে নিয়মিত কোনও কমিটি নেই। নিম্নোক্ত এডহক কমিটির মাধ্যমে স্টেশন ক্লাবের বিভিন্ন কর্মকান্ড পরিচালিত হয়ে থাকে।

সভাপতি

জেলা প্রশাসক, নওগাঁ

সহ-সভাপতি

পুলিশ সুপার, নওগাঁ

সদস্য

উপ-পরিচালক, স্থানীয় সরকার, নওগাঁ

সদস্য

উপজেলা নির্বাহী অফিসার, নওগাঁ সদর, নওগাঁ

সদস্য

জেলা ক্রীড়া অফিসার, নওগাঁ

সদস্য

নেজারত ডেপুটি কালেক্টর, নওগাঁ

সাধারণ সম্পাদক

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), নওগাঁ

যোগাযোগ:

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)

মোবাইল: ০১৭১১৯৫৩৮২৩

ফোন: ০৭৪১-৬২৩২২

ই-মেইল:jahangir6636@gmail.com